শীতকালকে বলা হয় বিয়ের মৌসম। কারণ শীতকাল এলেই সবখানে বিয়ের ধুম পড়ে যায়। আর টালিউডে তো এবার একের পর এক তারকার বিয়ের বাজনা বাজছে। ইমন থেকে নীল, তৃণা, গোটা ফেব্রুয়ারি জুড়ে বসছে তারকাদের বিয়ের আসর। এরই মধ্যে অভিনেত্রী পার্নো মিত্রের কনে ছবি ভাইরাল।
হঠাৎ দর্শকপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা গেলো ভিন্ন রূপে। তার পরনে লাল শাড়ি, গা ভর্তি সোনার গহনা, মাথা ভরা সিঁদুর ও শোলার মুকুট। এমনরূপে বেশ কিছু স্থিরচিত্রে দেখা যায় তাকে।
তবে হঠাৎ বধূবেশে কেন ক্যামেরাবন্দি হলেন পার্নো মিত্র? কারণ ব্যাখ্যা করে পার্নো মিত্র বলেন- ফটোশুটের জন্য এভাবে সেজেছি। এই সাজ ‘দেবী’ সিনেমার অনুপ্রেরণা বলতে পারেন। পুরো ভাবনাটাই গৌরবের। কাজটি করে বেশ ভালো লেগেছে।