করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফায় অ্যাপল স্টোর বন্ধ করতে হচ্ছে অ্যাপলকে। যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ অ্যাপল স্টোর চালু করেও বন্ধ করেছে তারা। এ ছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়ও একটি করে স্টোর বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অ্যাপল স্টোর রয়েছে ২৭১টি, এর মধ্য ৭৭টি স্টোর বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহে ৫০টি স্টোর বন্ধ করার পর বুধবার আরো ৩০টি স্টোরে তালা লাগিয়ে দেয় অ্যাপল। ফলে অনলাইনেই চলছে পণ্য বিক্রি। পণ্য মেরামতের জন্য স্টোরে আসার আগে অনলাইনেই বুকিং দিতে হচ্ছে।