বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি চায় বাম জোট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

সুনামগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া এবং বন্যার্তদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, খালেকুজ্জামান, সাইফুল হক, মুবিনুল হায়দার চৌধুরী, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু ও হামিদুল হক।

সভার এক প্রস্তাবে করোনা সনাক্তকরণ পরীক্ষায় সরকারি হাসপাতালে ফি নির্ধারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। আরেক প্রস্তাবে ভারতের বিএসএফ কর্তৃক সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশী হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নতজানু নীতি পরিহার করে সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এ ছাড়া রাষ্ট্রীয় পাটকল বন্ধের আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহর করে পাটকলগুলোর আধুনিকায়নের দাবি জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English