মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বরিশালে বিএম কলেজে হামলার অভিযোগে গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা-ভাঙচুর এবং কম্পিউটার অপারেটরকে কুপিয়ে আহত করার মামলায় সন্দেহজনকভাবে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ২১ দিন পর বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে পুলিশ। বিএম কলেজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করলেও তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক প্রলয় কান্তি বিশ্বাস।

গ্রেফতার হওয়া ৪ জন বিএম কলেজের আশপাশের এলাকার বাসিন্দা। তারা ওই হামলার মূল হোতা জেলা ছাত্রলীগের এক সহসভাপতির ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

গত ১৬ সেপ্টেম্বর দুপুরে মাস্ক পরিহিত একদল যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলোর আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তারা সমাজকল্যাণ বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English