বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বর্ষসেরা ফুটবলার চেলসির জর্জিনহো, সেরা কোচ টুখেল

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
বর্ষসেরা ফুটবলার চেলসির জর্জিনহো, সেরা কোচ টুখেল

প্রতিবারের ন্যায় এ বছরও ঘটা করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পাশপাশি উয়েফা বর্ষসেরা ফুটবলার ও কোচেদের নামও ঘোষণা করা হয়। ইস্তানবুলে তিন বিশ্বস্তরের মিডফিল্ডারের মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতায় বিজয়ী হন জর্জিনহো।

ইস্তানবুলে বিজয়ীর নাম ঘোষণার বেশ কয়েক ঘন্টা আগেই এক জনপ্রিয় ইতালিয়ান সংবাদমাধ্যম দাবি করেছিল স্বদেশীয় মিডফিল্ডারের হাতেই উঠতে চলেছে এ বছরের সেরা ফুটবলারের পুরস্কার। অতীতে বহুবার এমন দাবি ভুল প্রমাণিত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই নিশ্চিত ছিলেন না কেউই। তবে অবশেষে ২৯ বছর বয়সী মিডফিল্ডারের হাতেই উঠল সেরার পুরস্কার।

থিবো কুর্তোয়াও এডারসনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এডুয়ার্ড মেন্ডিই সেরা গোলকিপার নির্বাচিত হলেন। তবে দুই চেলসি ডিফেন্ডার সিজার অ্যাজপিলিকুয়েটা, অ্যান্টনিও রুডিগারকে টপকে প্রথম মৌসুমেই প্রিমিয়র লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাঞ্চেস্টার সিটিকে খেতাব জেতানো ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার দৌলতে সেরা ডিফেন্ডার হলেন পর্তুগিজ তরুণ ফুটবলার রুবেন ডিয়াজ।

সেরা ফুটবলার না হলেও এক অসাধারণ নজির গড়া মরশুমে কিংবদন্তী গার্ড মুলারের বুন্দেশলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল করার নজির ভেঙে সেই কৃতিত্বে নিজের ঝুলিতে ভরেন পোলিশ অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কি। তবে লেওয়ানডোস্কি ও কিলিয়ান এমবাপেকে হারিয়ে সেরা ফরোয়ার্ড নির্বাচিত হন বরুসিয়া ডর্টমুন্ডের আরলিং হালান্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English