সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বহুমুখী পাটজাত পণ্যের তালিকায় ২৮২ পাটপণ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বিশ্ববাজারের চাহিদা বিবেচনা করে সরকার ২৮২টি পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে। এর ফলে এসব পণ্য রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা পাবেন উদ্যোক্তারা।

গতকাল রবিবার মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ৬ অক্টোবর সরকারি গেজেট প্রকাশ হয়। সম্প্রতি বহুমুখী পাটজাত পণ্যের নামসহ একটি তালিকা প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট আইন অনুসারে, ন্যূনতম ৫০ শতাংশ পাটের ব্যবহার থাকবে এমন পণ্যে ‘বহুমুখী পাটজাত পণ্যে’ বলে বিবেচিত হবে। সরকার পাটশিল্পের উন্নয়নে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০,’ ‘পাট আইন, ২০১৭’, ‘জাতীয় পাটনীতি, ২০১৮’ প্রণয়ন করেছে।

উল্লেখ্য, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণে প্রায় ৭০০ উদ্যোক্তা বিভিন্ন ধরনের পাটপণ্য উৎপাদন করছে যার বেশির ভাগ রপ্তানি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English