মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০২ অপরাহ্ন

বাংলাদেশি পাচারকারীর আক্রমণে তিন বিএসএফ জখম: এনডিটিভি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশি পাচারকারীদের আক্রমণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য জখম হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তা জানান।

কর্মকর্তারা জানান, উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফের বাশঘাটা পোস্টের কাছে জুলাইয়ের ৩-৪ তারিখ রাতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বাংলাদেশি পাচারকারীদের ১০-১২ জনের একটি দলের দেখা পেলে বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের সেনারা তাদের চ্যালেঞ্জ জানায়

বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, পাচারকারীরা বিএসএফকে ঘিরে ফেলে এবং তাদের উপর নির্মম ভাবে বাঁশের লাঠি ও ‘দা’ দিয়ে হামলা চালায়। এতে তিন বিএসএফ সদস্য জখম হন।

এই কর্মকর্তারা আরও জানান, এসময় বিএসএফের সদস্যরা প্রাণ রক্ষার্থে গুলি ছুঁড়লে পাচারকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English