সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

‘বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এপ্রিলে’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

আগামী বছরের এপ্রিলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।

বিষয়টি নিশ্চিত করে সোমবার মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আমরা এপ্রিলে শ্রীলংকা সফরের জন্য টার্গেট করেছি। সেই সময়ে একটা স্লট ফাঁকা রয়েছে আমাদের এবং শ্রীলংকার। আমরা সেভাবেই কাজ করছি। সফরে ন্যূনতম দুইটা টেস্ট ম্যাচ হবে।

তিনি আরও বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে লংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড আমাদের এ প্রস্তাবটি দিয়েছে। আমরা শ্রীলংকার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয় তাহলে ভালো।

চলতি বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মহামারী করোনার কারণে সেই সফর স্থগিত হয়। এরপর সিদ্ধান্ত হয় অক্টোবরে সফরে যাওয়ার কিন্তু লংকান ক্রিকেট বোর্ডের কঠিন শর্তের কারণে সফরে যায়নি বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে কাঙ্ক্ষিত সেই সফরটি হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English