সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রোববার (২৫ জুলাই) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারতে টাইগারদের। ২৩ রানে জয় তুলে ঘুরে দাঁড়ায় সিকান্দার রাজা নেতৃত্বাধীন দলটি। এতে সিরিজে ১-১ সমতায় ফেরে জিম্বাবুয়ে।
শেষ ম্যাচটি কার্যত ফাইনাল। এই ম্যাচে জয় তুলে টেস্ট ও ওয়ানডের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজও নিশ্চিত করতে চায় মাহমুদুল্লাহ রিয়াদের দল।
টি-টোয়েন্টির প্রথম ম্যাচে দুটি উইকেট তুলেছিলেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে তিনটি উইকেট আদায় করেন বাম-হাতি এই পেসার। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় শামিম হোসেনের। ১৩ বলে ২৯ রান করেন বাম-হাতি এই তরুণ। তিনটি চার ও দুটি ছক্কা হাকিয়ে নজর কাড়েন তিনি।
হারারে স্পোর্টস ক্লাব থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি। ইউটিউবের মাধ্যমে র্যাবিটহোল বিডির চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।