বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

করোনা পরিস্থিতির মধ্যে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে রেকর্ড করেছে বাংলাদেশ-ভারত।

চলতি বছরের জুন মাসে দুই দেশের মধ্যে এই ট্রেন চলাচল হয়। বাংলাদেশ রেলওয়ে ও ইন্ডিয়ান রেলওয়ের ব্যবস্থাপনায় ট্রেনগুলো চলাচল করেছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডিয়ান রেলওয়ে ১০৩টি পণ্যবাহী ট্রেনে বাংলাদেশকে পেঁয়াজ, আদা, মরিচ, ভুট্টা, হলুদ, ধানের বীজ, চিনির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে।

করোনা মহামারি ও লকডাউনের মধ্যে সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা-নেওয়া বেড়েছে। যেটা দুই দেশের রেলওয়েতে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের রেকর্ড।

ট্রেনে পণ্য সরবরাহের সাফল্য দেখে বাংলাদেশ রেলওয়ে ভারতের মধ্যে পার্সেল ট্রেন সেবা চালুর অনুমতি দিয়েছে। যাতে ২৩৮ মেট্রিক টন পণ্য বহন হবে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ একাধিক ভিডিও কনফারেন্সে রেল মন্ত্রণালয়, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা-নেওয়া সহজীকরণের ব্যাপারে অনুরোধ জানান।

আলোচনার পরে এখন এনবিআর ও বাংলাদেশ রেলওয়ে বেনাপোল-পেট্রাপোল দিয়ে কনটেইনার ট্রেন সেবা সহজ করার বিষয়ে একমত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English