সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বাইডেন ভারতের জন্য মঙ্গলজনক নয়: ট্রাম্প পুত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ভারতের জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। তার প্রকাশিত বই ‘সফলতা’ অর্জন করায় নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন ট্রাম্প পুত্র।

ট্রাম্প জুনিয়র বলেন, চীনের আগ্রাসন ও হুমকি সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। বিশেষ করে আমেরিকা ও ভারতের নাগরিকরা এই হুমকি সম্পর্কে ভালো করে জানেন। কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে আমার বাবার বিপক্ষে লড়াই করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন। তিনি একজন বড় ব্যবসায়ী। চীনারা জানে তাকে কেনা সম্ভব। এই কারণেই হয়তো তিনি চীনকে নিয়ে নরম কথা বলছেন। গুঞ্জন আছে, নির্বাচন উপলক্ষ্যে বাইডেন দেড় বিলিয়ন ডলারে নিয়েছেন চীন থেকে।

এনডিটিভি বলছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গুরুভার নিয়েছে তার ছেলে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই জো বাইডেনের পরিবারের দুর্নীতি নিয়ে একটি বই লিখে ফেলেছেন ট্রাম্প জুনিয়র। সেখানে বিশেষ করে বাইডেন পুত্র হান্টার বাইডেনের কুকীর্তির কথা বলেছেন তিনি। বইটি রিপাবলিকান সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রকাশিত সেই বই ‘সফলতা’ অর্জন করায় নিউ ইয়র্কে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাইডেনের দুর্নীতির কথা উল্লেখ করতে গিয়ে জুনিয়র ট্রাম্প বলেন, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে ভারতীয় নাগরিকরা বিপদে পড়বেন। কারণ তার মাধ্যমে চীনারা ফায়দা লুটে নেবে। এতে করে ভারত সরকারের ওপর চাপ অনেক বেড়ে যাবে।

তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী ও স্বাধীনভাবে ব্যবসা করতে চায় তাদের জন্য জো বাইডেন বিপদজ্জনক। তাই এখানে বসবাসরত ভারতীয়দের এ বিষয়ে সাবধান হওয়ার আহ্বান করছি আমি। আমার বাবার সঙ্গে ভারত সরকার ও এর নাগরিকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। যার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কমিউনিটিকে তিনি খুব ভালো করে চিনেন। তারা খুবই পরিশ্রমী, পরিবার কেন্দ্রিক ও শিক্ষা অনুরাগী। তাই আমার বিশ্বাস ভারতীয় কমিউনিটি সঠিক নেতাকেই বেছে নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English