শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বাজারে ভিড় দাম চড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন
মুরগি বাজারে স্বস্তি, সবজি-মাছের দাম বাড়তি

রমজান ও লকডাউনকে কেন্দ্র করে আরো বেড়েছে ইফতার সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির মধ্যে পিয়াজ, শসা, লেবু, বেগুন, চিনি, ডাল ও চিঁড়া, মুড়িসহ ইফতার সামগ্রী ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। এ অবস্থায় নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের।
রাজধানীর মিরপুরসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, গতকাল খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি কেজি বেসন ১০০ টাকা, খেসারি ডাল ১১৫ টাকা, ছোলা ৭৫ টাকা, চিড়া ৬০ টাকা, মুড়ি ৮৫ টাকা, সাধারণ খেজুর মানভেদে ২৫০ থেকে শুরু করে ১০০০-১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ রমজানের আগের দিনও প্রতি কেজি বেগুন ৩০ টাকা, শসা ২৫, আলু ২০, বেসন ৫০, খেসারি ডাল ৯০ থেকে ৯৫, ছোলা ৬৫ থেকে ৭০, চিড়া ৫৫, মুড়ি ৭০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে ৬০ টাকা কেজির বেগুন এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বরবটি ৫০, টমেটো ৪০, পটোল ৪০, গাজর ৪০, করলা ৫০ থেকে ৬০। শসা ৬০ থেকে ৭০, টাকা, কাঁচা আম ৯০-১০০ থেকে, পিয়াজ ৪০ থেকে ৫০, রসুন ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। হাঁসের ডিম ডজন এখন ১৩৫ টাকা এবং দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা।

ওদিকে গরু ও খাসির মাংস সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে। মিরপুর ১৪ নম্বরের কাঁচাবাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। ওদিকে পোল্ট্রি মুরগি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ২০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে সোনালি (কক) মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা। লেয়ার মুরগি কেজি ২১০ থেকে ২২০ টাকা।
মিনিকেট চাল ৬৫, নাজিরশাল ৭০, আটাশ চাল ৫৫, এবং সয়াবিন তেল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩৬০ টাকায়, মাগুর মাছ ৬০০ টাকা, প্রতি কেজি শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়, মৃগেল ১১০ থেকে ১৫০ টাকা, পাঙ্গাশ ১২০ থেকে ১৫০ টাকা, কৈ দেশি ৫০০ থেকে ৭০০ টাকা, ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১২০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা, বোয়ালমাছ ৪০০ থেকে ৫০০ টাকা, কাতল ২০০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, সিলভার কার্প ১২০ থেকে ১৪০ টাকা, কাচকি ও মলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মিরপুরে বাজার করতে আসা আবু হানিফ বলেন, রমজান মাসের শুরুতেই ইফতার সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের মানুষ অর্থনৈতিকভাবে এমনিতেই বিপদে আছি অথচ এ সময় ইফতার সামগ্রীর দাম বেড়েই চলেছে। বাজারে গিয়ে দেখা যায়, প্রতিটি ইফতার সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেশি।
ইফতার সামগ্রী কিনতে আসা আক্তার হোসেন বলেন, রমজানের আগের দিনেও বাজার করেছি। কিন্তু আজ হঠাৎ সবকিছুরই দাম বেশি। এটা আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য খুবই কষ্টের। দাম বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষেরা বেশি সমস্যার মধ্যে পড়েছে। বাজারে অনেক পণ্যই তাদের ক্রয়ক্ষমতার বাইরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English