শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বাবাসহ করোনা আক্রান্ত মোশাররফ রুবেল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রোববার রুবেল বলেছেন, আমার বাবার করোনা টেস্টে পজিটিভ এসেছে। তিনি গত পাঁচ দিন সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তবে এখন আগের চেয়ে উনার অবস্থা একটু ভালো।

বাবা করোনা আক্রান্ত হওয়ার পর নিজে ও পরিবারের সবার টেস্ট করান মোশররফ হোসেন রুবেল।

৩৮ বছর বয়সী এ অলরাউন্ডার আরও বলেছেন, বাবা আক্রান্ত হওয়ার পরই আমার পরিবারের সবার করোনা টেস্ট করানো হয়েছে। আমার রিপোর্ট পজিটিভি এসেছে। তবে স্ত্রী-সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি।

২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মোশাররফ হোসেন রুবেলের। সবশেষ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত দেশের হয়ে মাত্র ৫টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এ অলরাউন্ডার। পাঁচ ম্যাচে তার শিকার ৪ উইকেট আর ব্যাট হাতে সংগ্রহ করেন ২৬ রান।

তবে জাতীয় দলে অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ১১২, লিস্ট ‘এ’ ১০৪ আর টি-টোয়েন্টির ৫৬ ম্যাচে তার শিকার ৫৭২ উইকেট। আর ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর ২৪টি ফিফটির সাহায্যে করেছেন ৫ হাজার ১৫৯ রান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English