নতুন চুক্তিতে রাজি ছিল দুই পক্ষই। কিন্তু লা লিগার অর্থনৈতিক অবকাঠামোর বেড়াজালে আটকে গিয়ে শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হতে হলো বার্সেলোনা ও লিওনেল মেসিকে। শেষ হলো ২১ বছরের সম্পর্কের। বার্সা ছেড়ে যাওয়ার পর নতুন মৌসুমে কোথায় খেলবেন মেসি? এই প্রশ্নই এখন বিরাজ করছে ফুটবল ভক্তদের মনে।
বার্সেলোনা ছাড়ার ব্যাপারে আজ রবিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলন ডেকেছেন মেসি। সেখানে নিজের ভবিষ্যত সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারেন তিনি।
গুঞ্জন রয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গুঞ্জনের মাত্রাটা আরও বাড়ে পিএসজি মালিকের সৎ ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানির টুইটে।
তিনি লেখেন, ‘আলোচনা শেষ। অফিসিয়াল ঘোষণা পরে আসছে।’