রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে স্কুল ছাত্রী গণধর্ষণের মামলার থানা পুলিশ অভিযান পরিচালনা করে মামলার সকল আসামীকে গ্রেফতার করেছে।
উপজেলার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকারের ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি একে এম আজমল হুদাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৬ জন আসামীকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা ও থানার ওসি একে এম আজমল হুদা জানান, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিক বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে বহরপুর এলাকার বিভিন্ন স্থান থেকে এজাহার নামীয় সকল আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদেকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।