মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

কক্সবাজারের চকরিয়ায় এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষক মো. এরশাদকে (২৫) হাতেনাতে আটক করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামে শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষক এরশাদ একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুরাজপুর মগপাড়া বিল গ্রামের নদীরপাড়া সংলগ্ন নুরুল হকের ছেলে বলে জানা গেছে।

ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষক মোহাম্মদ এরশাদ নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে মানিকপুর স্কুলে যাওয়া-আসার সময় প্রেমের প্রস্তাবসহ প্রতিনিয়তই উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন ছাত্রীর বাড়িতে মা না থাকার সুযোগে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ঢুকে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধর্ষক এরশাদকে আটক করে।

স্থানীয় মানিকপুর ১নং ওয়ার্ড ইউপি সদস্য জাহেদুল ইসলাম জানান, স্কুলছাত্রী ধর্ষণের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে প্রথমে অবহিত করা হয়। পরে তিনি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করায় বাংলাদেশ পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করলে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরের নির্দেশে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রোববার ভোরে ঘটনাস্থলে পৌঁছে। এক পর্যায়ে স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে ধর্ষক এরশাদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা ও পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English