রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বিএনপির ৩৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি করেছে বিএনপি। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাক ফজলুল হক মিলনকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে।

এ ছাড়া ৩৪ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও আবদুল হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,
আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন।
মীর সরফাত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুস সালাম, শহিদুল ইসলাম বাবুল,
আমিরুল ইসলাম খান আলীম, নাজিম উদ্দিন আলম, বজলুল বাসিত আন্জু, আব্দুল আলীম নকী, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন,
ইকবাল হোসেন শ্যামল, আনোয়ার হোসেন, নেছারুল হক, হেলাল খান, হাসান জাফির তুহিনকে সদস্য করা হয়েছে কমিটিতে।

এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী যুবদল নেতা এসএম জাহাঙ্গীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English