সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বিজয় দিবস হকির ফাইনালে নৌ ও বিমান বাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

মুজিববর্ষ উপলক্ষে ওয়ালটন বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী। পাঁচ দলের অংশগ্রহণে লিগ পর্যায়ের খেলা শেষে নৌবাহিনী চার ম্যাচে সর্বোচ্চ ১২ এবং বিমান বাহিনী দ্বিতীয় সর্বোচ্চ ৭ পয়েন্ট পেয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। রোববার বিকাল ৪টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ দুই দল শিরোপার জন্য লড়বে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এর আগে শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে লিগ পর্যায়ের শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে নৌবাহিনী ৪-২ গোলে হারায় সোনালী ব্যাংক’কে। বিজয়ী দলের পক্ষে আশরাফুল ইসলাম দু’টি এবং কৌশিক ও ইমন একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে দু’গোল শোধ দেন রাজীব ও রকি। দ্বিতীয় ম্যাচে বিমান বাহিনী ২-২ গোলে ড্র করে সেনাবাহিনীর বিপক্ষে। সেনাবাহিনীর মনোজ বাবু দু’টি এবং বিমান বাহিনীর দেবাশিষ ও সোহানুর রহমান একটি করে গোল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English