সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিদেশিদের লেনদেন কমেছে পুঁজিবাজারে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

তিন মাস ইতিবাচক ধারায় লেনদেনের পর হঠাৎ অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসীদের অংশগ্রহণ কমেছে প্রায় অর্ধেক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, অক্টোবর মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে মাত্র ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কমিশনের নেতৃত্বে ‘পুঁজিবাজার ভালো থাকবে’—এই প্রত্যাশায় নতুন করে বিদেশিরা বাজারে আসতে শুরু করেন, কিন্তু বড় মূলধনী ভালো কম্পানির শেয়ারের দাম বৃদ্ধির চেয়ে ছোট ছোট কম্পানির শেয়ারের দাম বাড়ায় এখন তাঁরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তাঁরা বলছেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো নিষ্ক্রিয়। আর বিদেশি বিনিয়োগকারীদের অবদান মাত্র ৩ শতাংশ। সুতরাং এই পুঁজিবাজার চলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে। ফলে বিদেশিরা পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে চলে গেলেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা। এর মধ্যে বিদেশিদের লেনদেনের পরািণ ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে পুঁজিবাজারে বিদেশিদের অবদান মাত্র ৩.০১ শতাংশ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘দ্বিতীয় দফা করোনার শঙ্কায় বিদেশিরা নতুন বিনিয়োগ করছেন না। তবে এটি বেশি সময় থাকবে না। আমার প্রত্যাশা, হয়তো এক মাস পর আবার তাঁরা পুঁজিবাজারে অংশগ্রহণ করবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English