শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিপদে ধৈর্যের ফজিলত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
আশুরা মুসলিম উম্মাহর অনুপ্রেরণার দিন

দুঃখকষ্ট এবং পূর্ণতা ও অপূর্ণতা নিয়েই আমাদের নশ্বর এ জীবন। জীবন চলার পথে আমরা বিভিন্ন সমস্যায় পতিত হই। হতে হয় রকমারি বিপদের সম্মুখীন।
বিপদ বা সমস্যা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাহর প্রতি এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষা দিতে হয় ধৈর্যের মাধ্যমে। মহান আল্লাহ তায়ালা সব আম্বিয়া আলাইহিমুসসালামকেও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। তাঁরা তাঁদের শান অনুযায়ী ধৈর্যের পরিচয় দিয়েছেন।
হাদিস শরিফে আছে হজরত মুসআব ইবনু সাদ রহ: হতে তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি (সাদ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন : নবীদের বিপদের পরীক্ষা, তার পর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলক যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দ্বীনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তা হলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব, বান্দার ওপর বিপদাপদ লেগেই থাকে, অবশেষে তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে, সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহই থাকে না। (ইবনু মাজাহ ৪০২৩)
এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, দুঃখকষ্ট, বিপদ আপদ আল্লাহ তাঁর নৈকট্যবান বান্দাদের দিয়ে থাকেন এবং সর্বোচ্চ ধৈর্যের মাধ্যমে তার মোকাবেলা করতে হয়। যেমনটি করেছেন নবী রাসূলগণ।
পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা, জান ও মাল এবং ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। (হে নবী!) আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। (সূরা বাকারা ১৫৫)
বিপদের সময় আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন, হে বিশ্বাসীগণ! ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা কর। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী।’ (সূরা বাকারা)
সুতরাং বিপদে আমাদেরকে হতাশ হলে চলবে না। ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে।
আরবি একটা প্রবাদের অর্থ ‘ধৈর্য সফলতার চাবিকাঠি’। তাই যেখানে ধৈর্য থাকবে না সেখানে সফলতার ছোঁয়া লাগবে না। কথায় আছে ‘ধৈর্য হলো কাঁটাময় গাছের মতো, যার পুরো শরীরে কাঁটা এবং তার ফল মিষ্টি।
অতএব, জীবনে সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন।
লেখক : আলেম, প্রাবন্ধিক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English