বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য হারে কোটা সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর নিবন্ধকদের কাছে ইউজিসির পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
গত জানুয়ারি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইউজিসি চেয়ারম্যানকে এক চিঠিতে প্রতিবন্ধীদের শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করার বিষয়ে তাগিদ দেয়া হয়।
ওই চিঠিতে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যায্য হারে কোটা সংরক্ষণসহ ভর্তির নিয়ম-কানুন শিথিল করতেও ইউজিসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ইউজিসি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তিতে যথাযথভাবে কোটা সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানাল।