শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর হার পেরুতে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন
বিশ্বে একদিনে মৃত্যু ছাড়াল ১১ হাজার, শনাক্ত সোয়া ৭ লাখ

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে বিশ্বের অনেক দেশ। এরমধ্যে মৃত্যুর সর্বোচ্চ হার এখন উত্তর আমেরিকার দেশ পেরুতে। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা থেকে জানা যায়, প্রায় সাড়ে ৩ কোটি জনগণের দেশটিতে মৃত্যুর সংখ্যা রিভিউয়ের পর ৬৯ হাজার ৩৪২ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজারে। এ দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে রিভিউ বা পর্যালোচনা করা হয়েছে। তাতে আগের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুন হয়েছে। প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুডেজ সাংবাদিকদের বলেছেন, পেরুর এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ ওই রিভিউ করা হয়েছে। পেরুতে আর মাত্র ৫দিন পরেই বামপন্থি পেদ্রো ক্যাস্তিলো এবং ডানপন্থি কেইকো ফুজিমোরির মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তার আগে সোমবার এই তথ্য প্রকাশ হয়েছে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনা ভাইরাস ভয়াবহভাবে সংক্রমণ ঘটিয়েছে। এতে স্বাস্থ্যখাতে বড় চাপ সৃষ্টি হয়েছে। সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেন ট্যাংকের। পেরুভিয়ান মেডিকেল ফেডারেশনের প্রেসিডেন্ট গডোফ্রেডো তালাভেরা বলেছেন, মৃতের সংখ্যা বৃদ্ধি বিস্ময়ের কিছু নয়। আমরা মনে করি রোগীদের চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় অবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নেই। তিনি আরো বলেন, অক্সিজেন সরবরাহে সরকারি সমর্থন নেই। সঙ্কট আছে আইসিইউ বেডের। এই মুহূর্তে টিকার সঙ্কট রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এসব কিছু আমাদের দেশকে বিশ্বের মধ্যে মৃত্যু হারের সর্বোচ্চে নিয়ে গেছে। পেরুতে এর আগে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৯ হাজার ৩৪২। এখন রিভিউ করার পর এই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ৭৬৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English