মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

বিশ্ব তালিকায় দ্বিতীয়: ব্রাজিলে ৫০ দিন ধরে নেই স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় দিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এত শোচনীয় অবস্থায় দেশটিতে ৫০ দিন ধরে নেই স্বাস্থ্যমন্ত্রী।

সিএনএন জানিয়েছে, পরপর দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ ১৫ মে স্বাস্থ্যমন্ত্রী নেলসন পদত্যাগ করেন। এরপর থেকে সাময়িকভাবে এপদটি দেখাশোনা করছেন জেনারেল এদুয়ার্দো। তবে মেডিকেল বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই।

নেলসনের আগে স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করেন।

দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ হাজারের বেশি মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English