শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিয়ের ২ মাসের মাথায় মা হওয়ার খবর দিলেন ইভিলিন শর্মা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
বিয়ের ২ মাসের মাথায় মা হওয়ার খবর দিলেন ইভিলিন শর্মা

গত ১৫ মে অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গোপনে গাঁটছড়া বেঁধেছিলেন মডেল, অভিনেত্রী ইভিলিন শর্মা। গত জুন মাসে বিয়ের খবর সকলকে জানান ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী। আর বিয়ের দুমাসের মাথাতে এবার মা হওয়ার সুখবর দিলেন ইভিলিন।

মা হওয়ার খবরে উচ্ছ্বসিত ইভিলিন বলেন, ”আমরা এখন সুন্দর সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। জন্মদিনে এটাই আমার কাছে সেরা উপহার হতে চলেছে। আমরা ভবিষ্যতে ওই মুহূর্তটির অপেক্ষায় রয়েছি। আমাদের শিশু সন্তান অস্ট্রেলিয়াতেই জন্ম নেবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হতেই নবজাতককে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাব।”

আজ রবিবার ব্যালকনিতে শুয়ে হলুদ বিকিনিতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইভিলিন। যেখানে তার বেবি বাম্প বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্যাপশানে অভিনেত্রী লিখেন, ”ওকে কোলে নেওয়ার জন্য আর ধৈর্য ধরতে পারছি না।”

প্রসঙ্গত, ২০১৮ সালে চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে পরিচয় হয় ইভিলিন শর্মার। ২০১৯-এ সিডনিতে জার্মান সুন্দরীকে বিয়ের প্রস্তাব দেব তুষাণ। প্রসঙ্গত, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ইয়ারিয়াঁ’, ‘সাহু’সহ একাধিক ছবিতে দেখা গেছে ইভিলিনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English