সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমর দাফান সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগমের (৯৪) নামাজে জানাজা শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম হাবিবুর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবন আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার আসর বাদ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবেনর সামনে বীর শ্রেষ্ঠ ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক,পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতুবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি কিডনি সমস্যা, রক্ত শূন্যতাসহ বার্ধক্য জনিত কারেণ অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভতি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ৩সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবন নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English