মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

বেড়েছে মানুষের চলাচল, গাড়িতে নকল স্টিকার ব্যবহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন
বেড়েছে মানুষের চলাচল, গাড়িতে নকল স্টিকার ব্যবহার

ঈদের পর ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর চিত্র দেখা গেছে একটু ভিন্ন রকম। মোড়ে মোড়ে চেকপোস্ট আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও সড়কে বেড়েছ মানুষের চলাচল। কোথাও কোথাও মানুষের জটলাও দেখা গেছে।

নানা প্রয়োজনের পাশাপাশি বিনা কারণেও বের হচ্ছে মানুষ। বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে গাড়িতে চড়ে গুনতে হয়েছে জরিমানা। অকারণে বের হয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারায় অনেকেই আটক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

আজ সোমবার (২৬ জুলাই) রাজধানীর আব্দুল্লাহপুর, বিমানবন্দর, বাড্ডা, রামপুরা, মালিবাগ ও শাহবাগ এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিমানবন্দর বাস স্ট্যান্ডে দেখা যায়, মানুষের জটলা। অনেকেই অফিসগামী আবার অনেকেই পরিবার নিয়ে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে ঢাকা প্রবেশ করতে দেখা গেছে।

প্রজেক্টের জরুরি কাজ থাকায় শাহবাগ আসার জন্য গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার মাজেদ। তিনি বলেন, ‌‘ঈদের পরে আজ থেকে অফিস করতে হচ্ছে। সকালে অফিসের গাড়ি ছিলো, মিস করায় এখন বেকায়দায় পড়েছি। দূরের পথ হওয়ায় রিকশার নিয়ে যেতে পারছি না। সময়ের ব্যাপার। অফিস আছে বের হতে হয়েছে নাহলে বের হতাম না।’

মোটরসাইকেলে সিঙ্গেল চড়ার কথা থাকলেও জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেড় হয়েছেন তাদের অনেকে গাড়িতে একাধিক চড়তে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়ম অমান্য করায় অনেকেই গুনতে হয়েছে জরিমানা। এছাড়া অকারণে বের হয়ে আটক হয়েছে অনেকেই।

রামপুরা টিভি সেন্টারের সামনে এমনই একজন মহিবুল হাসান অকারণে গাড়ি নিয়ে বের হয়ে আটক হয়েছেন পুলিশের হাতে।

রাজধানী শাহবাগে দেখা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রতিটি গাড়িকে চেক করে ছাড়া হচ্ছে। আর যারা অজুহাত দেখাচ্ছেন সেখানেও গুনতে হচ্ছে জরিমানা কিংবা আটক।

শাহবাগে চেক পোস্টে দায়িত্বে থাকা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ বলেন, ‘সাধারণ যারা ঘর থেকে বের হয়েছে তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। তারা নানা কাজে বের হয়েছেন। যদি অকারণে বের হচ্ছেন কিংবা পর্যাপ্ত কারণ দেখাতে না পারছে আমরা তাদেরকে আটক করছি, জরিমানা করছি। এছাড়া অনেকে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির নামে স্টিকার ব্যবহার করে এমনি গাড়ি নিয়ে বের হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English