দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার সকাল ১১টায় জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, বৈঠকে সদ্য পাস হওয়া ২০২০-২০২১ অর্থবছরের বাজেট, করোনাভাইরাসে দেশের পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। জোটের সমন্বয়কারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বৈঠক ডেকেছেন।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ কারণে ২০ দলীয় জোটের নেতাদেরও কোনো বৈঠক গত চার মাসে হয়নি।
এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটের প্রতিক্রিয়া ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে জানায় ১৫ দিন পর। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিক্রিয়ায় জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা নিয়েও জোটের মধ্যে অস্থিরতা চলছে।