বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

বড়লেখায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

মৌলভীবাজারের বড়লেখায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বড়লেখা পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে এই পলিথিন উদ্ধার করেছেন।

উদ্ধার করা পলিথিনের বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষাধিক টাকা। এই ঘটনায় চার ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে পুলিশের একটি টিম সাদা পোশাকে গুদামগুলোতে নজরদারিতে রাখে। পুলিশের এই তথ্যের ভিত্তিতে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত গুদামগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, বড়লেখা পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু প্রমুখ।

এ সময় শহরের শাহজালাল শপিং সিটির ৩টি, বিসমিল্লাহ মার্কেটের ২টি ও উত্তর বাজার এলাকার ১টি গুদাম থেকে ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জব্দ করা হয়। পরে এই পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে মো.

সেলিম আহমদ নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা, আব্দুল হাছিবকে পাঁচ হাজার এবং আব্দুস সামাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে একই অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মো. ওমর হোসেন নামের এক ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English