বলিউড অভিনেত্রী জেরিন খান। এক সময় অভিনেতা সালমান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু সেগুলো এখন অতীত। বলিপাড়ায় নতুন গুঞ্জন, রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেম করছেন জেরিন। আর এই মুহূর্তে বয়ফ্রেন্ডের সঙ্গেই গোয়ায় একান্তে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার থেকে পার্টির বিভিন্ন মুহূর্তের একের পর এক ছবি শেয়ার করে চলেছেন। উল্লেখ্য, ২০১০ সালে সালমানের সঙ্গে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর তিনি ‘রেডি’, ‘হাউজফুল ২’ এবং ‘১৯২১’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।