শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ভারতে আক্রান্ত ৩৩ লাখ, মৃত ৬০ হাজার ছাড়ালো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৭৫ হাজার ৭৬০ জন। এই সময়ের মধ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে আরো ১ হাজার ২৩ জনের।

নতুন করে সংক্রমণের জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লাখ ১০ হাজার ২৩৫ জনে। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লাখ ২৫ হাজার ৯৯১। সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ২৩ হাজার ৭৭২ জন। এখন পর্যন্ত ভারতজুড়ে করোনার জেরে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জনের।

ভারতজুড়ে এই সংক্রমণের মধ্যেই সেপ্টম্বরে আনলক ৪ আনতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র বলছে, লোকাল ট্রেন, মেট্রো রেল পরিষেবা ফের চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এছাড়া খুলতে পারে সিঙ্গল থিয়েটার সিনেমা হল, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল। ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রির অনুমতি দেয়া হতে পারে। তবে মাস্ক বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।

ট্রেন, মেট্রো চললে বা আনলক ৪ এ সবকিছুতে ছাড় দেয়ার ফলে করোনা সংক্রমণ আরো মারাত্মকহারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞমহল।

অন্যদিকে এন-৯৫ মাস্ক নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। কেন্দ্রেীয় সরকারের তরফে ওই মাস্ক ব্যবহার করতে নিষেধ করা হলেও এবার অন্য কথা বলছেন ভারতীয় বিজ্ঞানীরা। ‘ফিজিক্স অফ ফ্লুই’ নামে একটি পত্রিকায় এই সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে। সখানে দেখা যাচ্ছে, কাশির মাধ্যমে ছড়ানো ড্রপলেট আটকাতে এন-৯৫ মাস্কই সবথেকে বেশি কার্যকরী।

তবে মাস্কের থেকেও লোকের এই মুহূর্তে পাখির চোখে নজর রয়েছে করোনা ভ্যাকসিনের দিকে। ইতোমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করে দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ভারত-রাশিয়া যোগাযোগে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ব্রিটিশ ফার্মা সংস্থা ‘অ্যাস্ট্রা জেনেকা’র সাথে যৌথভাবে ভ্যাক্সিন তৈরি করছে ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।’ এছাড়া ভারতের আরো এক সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করছে ‘কোভ্যাক্সিন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English