ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৪৯ লাখ ৩০ হাজার ২৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৪ জন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮০ হাজার ৭৭৬ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৫৯ হাজার মানুষ।
গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি এখন বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।