মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার, মৃত্যু ৪৪২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনাভাইরাসের বিস্তার। শুক্রবার সংক্রমণ ছড়ানোয় ফের নতুন রেকর্ড গড়লো দেশটি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ২২ হাজার ৭৭১ জন। আর মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

নতুন মৃত্যু ও সংক্রমণের জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনে। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার মানুষ ও মৃত্যু হয়েছে ১৮,৬৫৫ জনের।

দেশটির সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র প্রদেশটি। সে রাজ্যে সংক্রমণ দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজারে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের।

মহারাষ্ট্রের পরেই করোনার নিরিখে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে তামিলনাড়ু। এবার সেই রাজ্যেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১ লাখের গণ্ডি। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৫ জনের।

পরিসংখ্যান জানাচ্ছে, তামিলনাড়ুতে বর্তমানে মোট করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭২১ জন। যার মধ্যে প্রায় ৫৮ হাজার মানুষ সুস্থ হয়ে গিয়েছেন। বর্তমানে সে রাজ্যে চিকিৎসাধীন রয়েছে ৪২ হাজার ৯৫৫ জন।

অন্যদিকে ভারত বায়োটেকের ‘কো ভ্যাক্সিন’ ইতোমধ্যেই মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে। চলতি জুলাই মাসেই ‘ভারত বায়োটেকের’ তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা মানবদেহে ট্রায়াল শুরু হচ্ছে। মোট দু’ দফায় চলবে এই পরীক্ষা। ছাড়পত্র মিলেছে ডিসিজিআই এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English