ভারতের উত্তর প্রদেশের কানপুরে বন্দুকযুদ্ধে আট পুলিশ হত্যার ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গত সপ্তাহে পুলিশের ওপর হামলা চালানোর পর থেকেই পলাতক ছিল বিকাশ দুবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় , মধ্যপ্রদেশ থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিকাশ দুবের সহযোগী প্রভাত মিশ্রও পুলিশের গুলিতে মারা গেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে ।
উত্তরপ্রদেশের আটজন পুলিশ সদস্যের হত্যার মামলায় জড়িত থাকার অভিযোগে ভারতের হরিয়ানা পুলিশ যে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে একজন হলেন এই প্রভাত মিশ্র। ট্রানজিট রিমান্ডে ভারতের ফরিদাবাদ থেকে কানপুর আনার সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে।
উত্তর প্রদেশ পুলিশের কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, গতকাল গ্রেফতার হওয়া তিন ব্যক্তির মধ্যে প্রভাত মিশ্র পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাকে গুলি করে, ফলে মৃত্যু হয় তার।