ভার্চুয়ালি নয়, প্রতিবছরের মতো শারীরিক উপস্থিতিতেই অমর একুশে বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ।
রোববার তিনি বলেন, বইমেলা আমাদের প্রাণের মেলা। বইমেলা ভার্চুয়ালি নয় শারীরিক উপস্থিতিতে হবে। তবে করোনা পরিস্থিতিরি কারণে বইমেলা শুরু করতে একটু সময় লাগতে পারে। তারপরও যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে আমার চেষ্টা করব স্বাভাবিক নিয়মে শুরু করতে। তবে ভার্চুয়ালি কিভাবে আসল এটা আমাদের বোধগম্য নয়।
এর আগে করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।
শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেছেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে।