এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে গড়ে উঠবে ১৫ তলা ভবন। থাকবে শপিং মলের পাশাপাশি সিনেপ্লেক্সও। ৫ জুলাই থেকে ভবন ভাঙার কাজ শুরু করেছে শ্রমিকরা। এই প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী বলেন, ‘অনেক আগেই বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা নিয়েছিল এফডিসি। পরে মন্ত্রণালয় পাসও করেছে। কবিরপুর ফিল্ম সিটি এখন শুটিং করার জন্য উপযুক্ত। যে কেউ চাইলে সেখানে গিয়ে শুটিং করতে পারবেন; যদিও নির্মাণাধীন ভবনের দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।’
তবে শুটিং ফ্লোর ভেঙে নতুন ভবন নির্মাণের বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘বড় দুটি ফ্লোর বন্ধ হয়ে গেলে অবশ্যই বিপদে পড়তে হবে নির্মাতাদের। কবিরপুর ঢাকা থেকে বেশ দূরে। দিনে দিনে সেখানে গিয়ে শুটিং করে ফিরে আসা সম্ভব নয়। তা ছাড়া আউটডোরে সেট ফেলে শুটিং করাটাও ঝুঁকিপূর্ণ। নতুন ভবনে শুটিংয়ের জন্য ফ্লোর থাকলে সেটা ভালো হবে।’