বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ১ লক্ষ ২০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ জাল বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলার পয়সারহাট নদী, খাল ও উম্মুক্ত জলাশয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু। পরে জব্দকৃত অবৈধ চায়না জাল উপজেলা চত্তরের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়। এসময় অবৈধ জাল বিক্রির অপরাধে একজনকে একহাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম, মৎস সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর সোমসহ প্রমুখ।