এক. সর্বশক্তিমান আমাদের প্রত্যেককে অনন্য প্রতিভা এবং ক্ষমতা দিয়ে আশীর্বাদ করেছেন। এই আশীর্বাদগুলোর শক্তিকে কখনোই ছোট করে দেখবেন না। তাদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন, তাদের ব্যবহার করুন ভালোভাবে। আপনি যেখানেই যান ভালোকে ছড়িয়ে দিতে তাদের ব্যবহার করুন। আপনি যেসব ভালো কাজ করবেন তা অপ্রত্যাশিত উপায়ে আবার আপনার কাছে ফিরে আসবে।
দুই. আপনি যে ভুল করেছেন এবং অতীতের যে সিদ্ধান্তগুলো কার্যকর হয়নি তার জন্য নিজেকে হারতে দেবেন না। এর পরিবর্তে, এ ধরনের পরিস্থিতি থেকে শেখা পাঠগুলো নিজের কাছে রাখুন এবং এ পাঠ দিয়ে আরো ভালো মানুষে পরিণত করুন নিজেকে। আপনার জন্য সর্বশক্তিমানের পাঠানো কোনো শিক্ষা কখনো নষ্ট হয় না। এই পাঠগুলো আপনাকে শক্তিশালী করার মুহূর্তে শিক্ষা হয়ে হাজির হয়। তাঁকে ধন্যবাদ জানান।