সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

মহান বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাল বিজিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

সীমান্তে দায়িত্ব পালনকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভাতৃত্ব-পূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, বুধবার ৪৯তম বিজয় দিবস উপলক্ষে বেলা পৌনে ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে বিএসএফকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের ভারতের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দলবির সিংয়ের হাতে ৩টি মিষ্টির প্যাকেট তুলে দেয়া হয়েছে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তবিবুর রহমান জানান, বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে সৌহার্দ ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালন করে। দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে। আমরা মনে করি এ কারণে সীমান্তে বিরাজমান সমস্যাগুলো সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English