বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন

মানব পাচার দমনে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের চলতি বছরের মানব পাচার বিষয়ক ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’-এ বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। গত বছরের ‘টায়ার-টু ওয়াচ লিস্ট’ থেকে বের হয়ে এসে মানব পাচার রোধে ভূমিকার জন্য ‘টায়ার টু’ ক্যাটাগরিত উন্নীত হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এই প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ মানব পাচার পুরোপুরি বন্ধ না করতে পারলেও গত এক বছরে মানব পাচার রোধে বেশ কিছু কার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ জন্য বাংলাদেশকে ‘টায়ার টু ওয়োচ লিস্ট’ থেকে ‘টায়ার টু’ ক্যাটাগরিতে উন্নীত করা হল।

এ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা বাংলাদেশের জন্য বড় সুখবর এবং এ অর্জন সম্ভব হয়েছে মানব পাচার রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি এবং কার্যকর দিক নির্দেশনার কারণে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই বছরের ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে আরও এক ধাপ নিচে যেত বাংলাদেশ অর্থাৎ টায়ার থ্রিতে চলে যেত, তাহলে আমরা নানা সমস্যায় পড়ে যেতাম। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা, ঋণ সুবিধা, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রম বিনিময় প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ সুবিধা পেত না। এ কারণেই যুক্তরাষ্ট্রের এ প্রতিবেদনে বাংলাদেশের একধাপ অগ্রগতি অনেক বড় সুখবর।

ড. মোমেন বলেন, বাংলাদেশ মানবপাচার প্রতিরোধে খুবই সচেষ্ট। মানবপাচার প্রতিরোধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাতজন বিচারক এই ট্রাইবুনালে নিযুক্ত রয়েছেন। গত বছর ৪০৩টি মানবপাচার মামলা হয়েছে। এর মধ্যে ৩১২টি মামলায় ২৫ জনের সাজা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ১৬২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স সায়মিকভাবে বাতিল করেছে। ম্প্রতি লিবিয়ায় মানবপাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনার সন্তানকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। ভূমধ্য সাগরে ট্রলার ডুবিতে মৃত্যু, লিবিয়ায় যে হত্যার ঘটনার আমাদেরকে ভীষণভাবে বেদনাহত করে। এ সব ঘটনার আর কোন পুনরাবৃত্তি দেখতে চাই না। তিনি মানবপাচারে জড়িত অসাধু চক্র ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে সহায়তা করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English