জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে শেরেবাংলা নগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিমকে যাওয়ার পরামর্শ দেন।
৯ নভেম্বর ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানে কর্মচারীদের পিটুনিতে মারা যান আনিসুল করিম।