আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের দুর্ভোগ নিয়ে মন্তব্যের অভিযোগে আটক বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।
এদিকে রায়হানের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাঁর দুই আইনজীবী। রায়হান কবিরের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে গত শনিবার দুই আইনজীবী সুমিথা শানথিনি ও সেলভারাজা চিন্নাহ ইমিগ্রেশন বিভাগের কাছে চিঠি লিখেছেন। রোববার মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল এ খবর জানিয়েছে।
গত শুক্রবার রায়হান কবিরকে কুয়ালালামপুর থেকে আটক করে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে শনিবার রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
দুই আইনজীবী সুমিথা শানথিনি ও সেলভারাজা চিন্নাহ রোববার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের মক্কেল রায়হান কবির পুলিশের কাছে আটক নেই, এটা জেনে আমরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছি। এরই মধ্যে আমরা ইমিগ্রেশন বিভাগের কাছে পাঠানো ই-মেইলে সোমবার দুপুর দুইটায় রায়হান কবিরের সঙ্গে দেখা করতে চেয়েছি।’