সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মাশরাফিকে পেল খুলনা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। রবিবার সন্ধ্যায় হওয়া লটারিতে ডানহাতি এই পেসারকে পেয়েছে খুলনা। ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী, বেক্সিমকো ঢাকা ও খুলনা লটারিতে অংশ নিয়েছিল। চার দলের লড়াইয়ে মাশরাফির ঠাঁই হয়েছে মাহমুদউল্লাহ-সাকিবদের দলে। এসময় টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস ও আগ্রহী দলগুলোর ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

সকালে মিরপুর স্টেডিয়ামে ফিটনেস টেস্টও দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ও ফিটনেস টেস্ট দিয়েছে। আমাদের স্ট্যান্ডার্ডের কাছাকাছি ছিল।

ফিটনেস টেস্ট উতরে যাওয়ার পর করোনা পরীক্ষার জন্য নমুনাও দিয়েছেন মাশরাফি। নেগেটিভ রিপোর্ট পেলে আজই দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে খেলতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। ড্রাফটেও নাম ছিল না তার। তখনই বিসিবি জানিয়েছিল, ফিট হওয়া সাপেক্ষে যে কোনো সময় টুর্নামেন্টে যুক্ত হতে পারবেন মাশরাফি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English