সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

মাসে গড়ে করোনা শনাক্ত সাড়ে ৫২ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জনে। গত ৮ মাসে এই বিপুলসংখ্যক মানুষ রোগটিতে আক্রান্ত হন। সেই হিসাবে প্রতিমাসে গড়ে সাড়ে ৫২ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬৭। দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে গত মার্চ মাসে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছ: গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ১৫৭৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন । মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী চারজন। করোনায় এখন পর্যন্ত চার হাজার ৬৭১ জন পুরুষ এবং এক হাজার ৩৯৬ জন নারীর মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর ৭৬ দশমিক ৯৯ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক শূন্য এক ভাগ নারী।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন। এদের মধ্যে হাসপাতালে ১৭ জনের এবং বাড়িতে একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English