ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন। বিগত দুটি ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, মাস্ক পরিধান ছাড়া কেউ মণ্ডপ এলাকায় প্রবেশ করতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
মঙ্গলবার বেলা ১১টায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির বাইরে প্রত্যেক মণ্ডপে আলাদাভাবে কমিটি করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে এ কমিটি করতে হবে। তারা পালাক্রমে মণ্ডপ পাহারা দেবে।
জেলা প্রশাসক বলেন, মাদক ব্যবহার রোধ করতে হবে। এজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনুমোদিত মদের দোকান দশমী পর্যন্ত বন্ধ রাখতে হবে।
অতুল সরকার বলেন, রাস্তায় নিরাপত্তা টহল জোরদার করা হবে। প্রতিটি মণ্ডপে নিজস্বভাবে আলোর ব্যবস্থা রাখতে হবে। পূজা মণ্ডপের বিভিন্ন দিক বিবেচনা করে পুরস্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষণা করেন।
সভায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডলসহ জেলার বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি, জেলা পূজা উদযাপন কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।