বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

মা হারালেন অভিনেত্রী ঈশিতা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৭৮ জন নিউজটি পড়েছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানার খান নদী আর নেই। সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঈশিতার মা হারানোর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৩ বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না।

ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, মাত্র তিন বছর বয়সে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে ঈশিতার পথচলা শুরু। বড় হয়ে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন তিনি। গায়িকা হিসেবেও সুনাম কুড়িয়েছেন। লেখক হিসেবেও তিনি প্রকাশ করেছেন দুটি বই। শুধু তাই নয়, উপস্থাপনায় দ্যুতি ছড়িয়েছেন এই সুহাসিনী।

ঈশিতার এই পথচলায় মা জাহানারা সবসময় সমর্থন দিয়েছিলেন, পাশে থেকেছিলেন। শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তিনি। সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English