গার্মেন্টেসের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শ্রমিকরা। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। নিরুপায় হয়ে সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।