শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

‘মীরাক্কেল’ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শ্রীলেখার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩১ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশেও সমান খ্যাতি রয়েছে ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেলের’।

আর তুমুল জনপ্রিয় সেই শো থেকে বাদ পড়লেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবর, আসছে সিজনে শ্রীলেখার চেয়ারে বিচারক হিসেবে বসতে দেখা যাবে অন্য কাউকে। যদিও সেই বিচারকের নাম জানা যায়নি এখনও।

এদিকে মীরাক্কেল থেকে বাদ পড়ে অনেকটাই ভেঙে পড়েছেন শ্রীলেখা।

হতাশার কথা জানিয়ে মীরাক্কেল থেকে বাদপড়ার খবর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছিলেন শ্রীলেখা নিজেই।

এর পরই কলকাতার বিনোদনজগতে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। শ্রীলেখাভক্তরা জানতে চান. হঠাৎ কোন দোষে তাদের প্রিয় অভিনেত্রীকে কেন বাদ দেয়া হলো?

যদিও এখন পর্যন্ত মীরাক্কেল কর্তৃপক্ষ এর জবাব দেয়নি।

তবে সোমবার রাতে আচমকাই বোমা ফাটান শ্রীলেখা। সত্যি কথা বলায় তাকে বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রীলেখা লেখেন– ‘সবচেয়ে জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে আমাকে ছাড়া। সত্যি কথা বলার এই মূল্যটাই দিতে হয় আমাকে। ব্র্যান্ডের প্রতি একনিষ্ঠ থাকা কিংবা সিস্টেমের সব অংশে তেল না দেয়ার (আপনারা বুঝে নিন) চরম মূল্য। ধন্যবাদ সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে। আপনি ঠিক বলেছেন মহিলা, আমি নিজের অযোগ্যতাকে মেনে নিচ্ছি। আমাকে যারা অপছন্দ করেন তারা পার্টি করতে পারেন। আমাকে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। জীবনটাই সবচেয়ে বড় রঙ্গমঞ্চ।’

পরে আরেকটি পোস্টে শ্রীলেখা লেখেন– ‘এগুলোই প্রমাণ করে দেয় স্বজনপ্রীতি কেমন রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এবং আমি সঠিক কথাই বলেছিলাম। এটি আমার সঙ্গে ঘটা কোনো নতুন ঘটনা নয়, বরং অন্যকিছু হলেই আমি বেশি চমকে যেতাম। এবং হ্যাঁ মহিলা (স্বস্তিকাকে উদ্দেশ করে) তোমার ‘ছোট্ট প্রশ্ন’-এর জবাব যেটা সেই সময় আমি এড়িয়ে গিয়েছিলাম। তুমি একদম সঠিক, আমার অযোগ্যতা প্রসঙ্গে। আমি নম্রতার সঙ্গে সেটি মেনে নিচ্ছি। আমি সিস্টেমের সঙ্গে লড়াই করে ব্যর্থ হতে পারি, তবে মাথা নত করব না।’

এই মহিলা বলতে শ্রীলেখা কলকাতার আরেক আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন তা বুঝতে বাকি নেই কারও।

বলিউডের প্রিয়মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রিতে ‘স্বজনপ্রীতি’ নিয়ে ঝড় ওঠে। সেই ঝড়ের হাওয়া এসে লাগে টালিউড এলাকাতেও। সেই সময় এ নিয়ে কথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন শ্রীলেখা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের প্রেমজনিত কারণে তিনি টালিউডে কাজ পাননি বলে অভিযোগ করেন।

শ্রীলেখার এ অভিযোগের পর সোশ্যাল মিডিয়ায় তাকে একহাত নেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের অযোগ্যতাকে ঢাকতে শ্রীলেখা এমন ভুয়া অভিযোগ আনছেন বলে দাবি করেন তিনি।

এবার স্বস্তিকার সেই বক্তব্যের জবাব দিলেন শ্রীলেখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English