রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

মুক্তি পেল দেশের প্রথম থ্রিডি সিনেমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন
মুক্তি পেল দেশের প্রথম থ্রিডি সিনেমা

দেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ আজ (১৯ মার্চ) ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনেত্রী জয়া আহসানের অভিনীত এ চলচ্চিত্রটি প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিকায় সিনেমাটি নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রখ্যাত লেখক আহমদ ছফার গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। তায়েবা চরিত্রও দুর্দান্ত একটি চরিত্র। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তি পেল ‘অলাতচক্র’। সবমিলিয়ে আমার অনুভূতি দারুণ, এই সিনেমা নির্মাণে পরিচালক অনেক শ্রম দিয়েছেন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, নুসরাত জাহান প্রমুখ।

সিনেমার গল্প

‘অলাতচক্র’ সিনেমার গল্পে দেখা যাবে দানিয়েল (আহমেদ রুবেল) বিপ্লবী হলেও পেশায় একজন লেখক। মুক্তিযুদ্ধ তাকে শরণার্থী হিসেবে নিয়ে যায় কলকাতায়। কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার হতাশা, ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকা তায়েবা (জয়া আহসান), বিভিন্ন বিপ্লবী, রাজনীতিবিদদের সঙ্গে আলাপ, চাকরির খোঁজ, যুদ্ধের সময়ের সংকটের দিনগুলো উঠে এসেছে সিনেমার গল্পে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English