রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে ফেরত আনতে পারব: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে চিহ্নিত একজনকে মুজিব বর্ষে দেশে এনে বিচারের মুখোমুখি করতে পারবেন বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার গোপালগঞ্জে এসে এ কথা বলেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদের একজনের ব্যাপারে আমরা কিছুটা আশাবাদী। এখনো এটা আইনের মারপ্যাঁচে রয়েছে। এ ব্যাপারে যা করা দরকার, সরকার সেই ব্যবস্থা নিয়েছে। আমরা বিশ্বাস করি, মুজিব বর্ষে আমরা বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারব।’

বেলা দেড়টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এ কে আব্দুল মোমেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় রয়েছে, সে বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিনজন কোথায় আছে, তার সঠিক তথ্য নেই। আমরা সব মিশনকে চিঠি দিয়েছি, তাদের সঙ্গে আলাপ করেছি, যাতে আমরা পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’

পররাষ্ট্রমন্ত্রী পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English