মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

করোনা সংক্রমণের হটস্পট মুন্সীগঞ্জে রোববার পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৯৮০ জন। জেলায় আক্রান্তের সংখ্যা এখন দুই হাজার ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। রোববার পেন্ডিং থাকা নমুনা রিপোর্ট আসেনি। এখনও ৪২৪টি নমুনা রিপোর্ট পেন্ডিং রয়েছে। আর পেন্ডিং থাকা রির্পোট পাওয়া গেলে শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে করোনা উপসর্গে জেলায় রোববার পর্যন্ত মৃত্যুর মিছিলের সংখ্যা ৪৬ জন। নিরবে-নিভৃতে মুন্সীগঞ্জে করোনা সংক্রমণের বিস্তার লাভ করেছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি করা না হলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, শনিবার প্রাপ্ত গত ২৪ ও ২৫ জুনের ১৮৭টি নমুনা রিপোর্টের মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত এখন পর্যন্ত ১৯৮০ জন। এ ছাড়া রোববার নতুন আরও ৫৫ জন সুস্থ হওয়ায় এখন জেলায় করোনা জয়ীর সংখ্যা ৬৭২ জন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত ৯৭৩১টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রির্পোট পাওয়া গেছে ৯৩০৭টি। এখনও ৪২৪টি নমুনা রিপোর্ট পেন্ডিং রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলার মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮৩৮ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১৮০ জন, সিরাজদিখান উপজেলায় ৩০৯ জন, লৌহজং উপজেলায় ২৬৭ জন, শ্রীনগর উপজেলায় ১৮৪ জন ও গজারিয়া উপজেলায় ২০২ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৯৮০ জনে দাঁড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English